বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৪ কোটির কাছাকাছি

0

করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা বিশ্বব্যাপী চার কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৯১৫ জন।

তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৫৩৫ জন এবং ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন দুই কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৯২১ ব্যক্তি।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮১ লাখ ছাড়িয়ে গেলে এবং দুই লাখ ১৯ হাজার ৬৭২ জন মৃত্যুবরণ করেছেন।

ভারতে মোট আক্রান্ত প্রায় ৭৫ লাখ এবং মারা গেছেন এক লাখ ১৪ হাজার ৩১ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখের অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জনের।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com