কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করলে মিসাইল হামলার হুমকি পাকিস্তানের

0

পাকিস্তান-ভারত সীমান্তে ক্রমশই উত্তেজনা বাড়ছে। তারই জের ধরে কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশের দিকে ক্ষেপণাস্ত্র (মিসাইল) ছোড়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের এক মন্ত্রী। তার মতে, কাশ্মীর ইস্যুতে যেসব দেশ ভারতকে সমর্থন করবে, তারা সবাই পাকিস্তানের শত্রু।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ওই বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের কাশ্মীর বিষয়ক ও গিলগিট-বাল্টিস্তানের মন্ত্রী আলি আমিন গন্ডাপুর। তার দাবি, কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহল নীরব। সাম্প্রতিককালে যেভাবে দুই ‘চিরশত্রু’র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যেকোন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান।তিনি বলেন, যেসব দেশ কাশ্মীর বিষয়ে পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা সবাই এই পদক্ষেপের মাসুল গুনবে। কারণ, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে, ওই সব দেশের দিকেই ক্ষেপণাস্ত্র ছু়ড়বে পাকিস্তান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com