জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান ইরানে

0

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি সোমবার ইরানে গেছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তার এই সফর।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গ্রোসির সাক্ষাতের কথা রয়েছে।

গত বছর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার প্রথম ইরান সফর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবং দেশটির পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে আলোচনায় দুটি পারমাণবিক কেন্দ্রে আইএইএ’র প্রবেশের জন্য তিনি চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে গ্রোসি বলেন, “ইরানে পরমাণু সংস্থার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের নিরসন এবং বিশেষ করে দেশটির পারমাণবিক কেন্দ্রে প্রবেশের বিষয়টি সমাধানে সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন হবে তেহরানে আমার বৈঠকের প্রধান লক্ষ্য।”

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রাখার ব্যাপারে ওয়াশিংটনের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার মধ্যে এ সফরে গেলেন গ্রোসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com