পূর্ব ভূমধ্যসাগর, লিবিয়া ও এজিয়ানে পরিপূর্ণ অধিকার রক্ষার ঘোষণা দিলেন এরদোগান

0

বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর, লিবিয়া এবং এজিয়ানে নিজ অধিকার রক্ষায় পুরোপুরি মনোনিবেশ করেছে তুরস্ক।

তুরস্কের ব্ল্যাক সী অঞ্চলের রাইজে অনুষ্ঠিত এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ” আমরা বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে উন্নত স্তরের প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের অধিকার ও সুবিধা অর্জনের দিকে মনোনিবেশ করেছি। আর এটাই তুরস্কের আসল এজেন্ডা।”

তিনি বলেন, দেশের অর্থনীতিকে জোরদার করার পাশাপাশি মহামারি করোনভাইরাস থেকে উত্তোলনের জন্যও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।

প্রসঙ্গত, ভূমধ্যসাগরের দীর্ঘতম উপকূলরেখার দেশ তুরস্কের স্বার্থ লঙ্ঘন করে দেশটির তীরবর্তী ছোট ছোট দ্বীপের উপর ভিত্তি করে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার ব্যাপারে গ্রীসের হীনপ্রচেষ্টার ধারাবাহিকভাবে বিরোধিতা করেছে তুরস্ক। এবং ভূমধ্যসাগরে নিজেদের সফল অর্থনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এরদোগান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com