নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ, পদত্যাগ দাবি

0

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জেরুসালেমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তারা নেতানিয়াহুর ঘুষ ও দুর্নীতির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ থেকে দুর্নীতিবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়।

জেরুসালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীর সংঘর্ষ হয় এবং অন্তত সাত বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। সংঘর্ষে একজন পুলিশ অফিসার আহত হন।

গ্রীষ্মকালের মাসগুলোতে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়েছে এবং করোনা ভাইরাস মোকাবেলার দোহাই দিয়ে নেতানিয়াহু দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করছেন।

শুধু তাই নয়, অনেক বিশেষজ্ঞ বলছেন, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের যে চুক্তি হয়েছে তারও আসল উদ্দেশ্য হচ্ছে- নেতানিয়াহুর দুর্নীতির মামলা থেকে ইসরাইলি জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com