কংগ্রেসে আমূল পরিবর্তন আনতে সোনিয়াকে নেতাদের চিঠি

0

ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে আমূল পরিবর্তন আনতে দলটির অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন ২৩ জন বর্ষীয়ান নেতা।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চিঠি প্রেরকদের তালিকায় আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডা, পৃথ্বীরাজ চৌহান থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী কপিল সিব্বল, শশী থারুর।

চিঠিতে ‘পূর্ণ সময়ের এবং কার্যকর নেতৃত্বের’ দাবি জানানো হয়েছে। যা একইসঙ্গে ‘দৃশ্যমান’ এবং ‘সক্রিয়’ হবে।

পাশাপাশি ‘জরুরি ভিত্তিতে প্রাতিষ্ঠানিক নেতৃত্ব কাঠামোর গঠন’ এবং ‘মিলিতভাবে দলের ঘুরে দাঁড়ানোর’ বিষয়েও জোর দেওয়া হয়েছে।

সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম না থাকলেও চিঠিতে জানানো হয়েছে, নেতৃত্ব নিয়ে দোলাচলের জেরে দলের কর্মীদের মনোবল ধাক্কা খেয়েছে এবং দলের ভিত দুর্বল হয়েছে।

টুইটবার্তায় সঞ্জয় ঝা দাবি করেছেন, ‘দলের মধ্যে কাজকর্ম নিয়ে হতাশা প্রকাশ করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে প্রায় ১০০ জন কংগ্রেস নেতা (সাংসদসহ) চিঠি লিখেছেন বলে অনুমান। রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com