সাংবাদিকদের সঙ্গে অমানবিক আচরণ বন্ধের দাবি সিইউজের

0

চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের চার সাংবাদিকের চাকুরিচ্যুতির প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। পাশাপাশি অবিলম্বে চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানান সংগঠনের নেতারা।

শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সিইউজে নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

সভায় সিইউজে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারির এই দুর্যোগের মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিজ নিজ কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। ঝুঁকির মধ্যে ফেলেছেন পরিবারের সদস্যদেরও। কিন্তু এমন কঠিন সময়ে কিছু কিছু সংবাদপত্র মালিক সাংবাদিকদের ছাঁটাই, ইচ্ছার বিরূদ্ধে বিভিন্ন কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করাসহ যে ধরনের অমানবিক আচরণ করছেন তা অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত। সিইউজে নেতারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স. ম. ইব্রাহিম, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, টিভি ইউনিট প্রধান মাসুুদুল হক, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, ডেপুটি প্রধান সোহেল সরওয়ার প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com