দেড় যুগেও সংস্কার হয়নি সড়কটির

0

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি-বাহেরচর সড়কের বেহালদশা। খানা-খন্দে বৃষ্টির পানি জমে থাকে। বাতাকান্দি বাজার থেকে বাহেরচর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এই সড়কে পরিবহনের ভাড়াও দ্বিগুণ গুনতে হচ্ছে যাত্রীদের। দেড় যুগ ধরে সড়কটি সংস্কার হয়নি। এতে ভোগান্তিতে পড়ছেন ৪০ গ্রামের মানুষ। প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। নয়াকান্দি বাজারের মুদি দোকানি মোবারক হোসেন জানান, কোনো না কোনো কাজের জন্য যাতায়াত করতে হয় বাতাকান্দি বাজার হয়ে জেলা শহরে। স্বল্প সময়ে যাতায়াতের একমাত্র পথ বাতাকান্দি বাজার থেকে ভাটেরচর সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। সড়ক খারাপ হওয়ায় গাড়ি ভাড়া পাওয়া কঠিন হয়ে পড়ে অনেক সময়। স্থানীয় ব্যবসায়ীরা সড়কটি নিয়ে খুবই বিপদে আছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার জানান, সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়কটি। পানিতে তলিয়ে থাকলে কোনো জায়গা ভাঙা তা বোঝা যায় না। যানবাহনের চাকা ভাঙা স্থানে পড়ে ঘটে দুর্ঘটনা। মাঝে মধ্যেই খানাখন্দে পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। তিতাস উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মুহীব উল্লাহ বলেন, বাতাকান্দি-বাহেরচর রাস্তার কাজের জন্য লুনা ট্রেডার্স নামক কোম্পানি একটি টেন্ডার ড্রপ করেছিল। ঠিকাদার কাগজপত্র ঠিকমত দেয়নি সে কারণে টেন্ডার বাতিল হয়ে গেছে। এটি রি-টেন্ডার হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com