সাংবাদিকদের কাজ আধামরা সাপ পেটানো?

0

ওসি প্রদীপের উপর রিপোর্টের বন্যা বয়ে যাচ্ছে এখন দেশে। আগে হয়েছে বাটপার সাহেদের উপর, তার আগে পাপিয়ায় উপর, তার আগে সম্রাটের …। সবগুলো ঘটনা ঘটেছে তারা গর্তে পড়ার বা গ্রেফতার হওয়ার পর।
প্রশ্ন তোলা হচ্ছে এদের বিরুদ্ধে আগে রিপোর্ট করা হয়নি কেন? আধামরা সাপকে পেটানো কি সাংবাদিকদের কাজ?  আমি মনে করি ‘আধামরা’দের অপরাধের ফিরিস্তি তুলে ধরা/ এদের খারাপ কাজের উপর রিপোর্ট করাও বড়ধরনের একটা কাজ। পত্রিকা না লেগে থাকলে এরা পুরো শক্তি ফিরে পেয়ে আবার দংশন করবে ইচ্ছেমতো। কাজেই সুযোগ এলে এদের মুখোশ উন্মোচন করাই উচিত। তবে সম্ভব হলে এদের পেছনের মানুষদেরও একটু তুলে ধরা উচিত।
যেমন: সাহেদকে কেন টক-শোতে ডাকা হতো এটা নিয়ে আমি সামান্য খোঁজ নিয়ে জানলাম তার পক্ষে তদ্বির করতো সৌম্য দর্শন এক বিরাট সুশীল সমাজ।

সাহেদকে আওয়ামী লীগের উপকমিটিতে রেখেছিলেনও নাকি তিনি। কিসের বিনিময়ে এটাও শুনলাম।
এসব একটু উদঘাটন করা যায়না এই সুযোগে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের লেখাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com