পাঁচ দিনে ঝরল ৩৭ প্রাণ
ঈদের ছুটিসহ ৫ দিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকার ধামরাই ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ জন করে, হবিগঞ্জে ৫ জন, নীলফামারীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাজবাড়ীর কালুখালী ও কুমিল্লার চান্দিনায় ২ জন করে, মেহেরপুরের গাংনীতে দুই বন্ধুর প্রাণ গেছে। এছাড়া বিভিন্ন জেলায় আরও ঝরেছে ১২ প্রাণ। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার নুনদহ ব্রিজ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ঈদের আগের দিন কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তারা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের আশিকুর রহমান (৫৫), গঙ্গাচড়া উপজেলার কিশমতপুর গ্রামের মলিক আলীর ছেলে সাহেব মিয়া (৩৩) ও একই উপজেলার ইসমতপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে কাজল মিয়া (৩২)। নিহতরা সবাই কাভার্ড ভ্যানের যাত্রী ও সবাই ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিল।
ডিমলা (নীলফামারী) : নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে শনিবার বিকালে সৈয়দপুরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দফতরি মিজানুর রহমান (৩২) নিহত হন। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার কাচারীপাড়ায় মোটরসাইকেল-কোচ মুখোমুখি সংঘর্ষে নিহত হয় লিটন মিয়ার স্ত্রী রুমা, তাদের ৮ মাসের বাচ্চা রাহিম এবং লিটনের শ্যালিকা আদুরী। এছাড়া সোমবার জেলা সদরের দুবাছরী সরকারপাড়ায় ভটভটির সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাঁকড়া বটেরতলায় মঙ্গলবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন আকতারা বেগম।
হবিগঞ্জ : বাহুবলের পুটিজুরী এলাকার আব্দানারায়ণ কালিবাড়ীতে শুক্রবার বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত প্রাইভেট কারের তিন যাত্রীর দু’জন হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ফিরোজ মিয়ার মেয়ে মালেহা বেগম (৩৫)। এছাড়া নিহত প্রাইভেট কার চালকের পরিচয় জানা যায়নি। এছাড়া শায়েস্তাগঞ্জে মঙ্গলবার দুই বাসের সংঘর্ষে দু’জনের প্রাণ গেছে। তারা হলেন-বিশ্বনাথ উপজেলার চান মিয়া ও আবদুল আওয়াল।
নওগাঁ : পোরশার শিশা বাজারে সোমবার ভটভটি উল্টে নিহত শিশু রবিউল ইসলাম (১২) ঘাটনগর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শহিদুলের ছেলে।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বাস ও মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর ও নালিতাবাড়ী : নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকায় শুক্রবার কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন পথচারী রাজিব মিয়া। এছাড়া রোববার নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে সাজেদুল নামে এক কিশোর।
মেহেরপুর : গাংনী উপজেলার বামুন্দি পশুহাটপাড়ায় সোমবার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বন্ধু হল মকবুল হোসেন ও মোহাম্মদ আক্তারুজ্জামান। মকবুল উপজেলার ব্রজপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে ও আকতারুজ্জামান গোয়ালগ্রামের আওয়াল হোসেনের ছেলে। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসে।
ব্রাহ্মণবাড়িয়া : ঈদের দিন সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহতরা হলেন শরীফ (২৫) ও ফাহিম খান (২০)। শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আবদুর রউফের ছেলে ও ফাহিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : শুক্রবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার রামারচর গ্রামের পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত নারীর পরিচয় মেলেনি।
মীরসরাই (চট্টগ্রাম) : ঈদের দিন নিকটাত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন নতুন বর ফজলুল হক রাসেল (৩২)।
কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় সোমবার রাতে গাড়িচাপায় নিহত নারীর পরিচয় মেলেনি।
বাউফল (পটুয়াখালী) : বাউফল-বগা সড়কের আফছেরের গ্যারেজ এলাকায় সোমবার ভোরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ভববতি রানী (৬৫) গোসিংগা গ্রামের মৃত ভুবন বৈরাগীর স্ত্রী।
শিবচর ও টেকেরহাট (মাদারীপুর) : শিবচরের পাচ্চর গোলচত্বরে মঙ্গলবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত কলেজছাত্রের নাম সাদভী (২০)। সে নড়াইলের লোহাগড়ার ইটনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ঢাকা কলেজ থেকে এ বছরের এইচএসসি পরিক্ষার্থী। এছাড়া সদর উপজেলার পখিরা এলাকায় বাসের ধাক্কায় নিহত হন অটোরিকশাচালক আবদুর রব সরদার (৫০)।
কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় চার দিনে তিনজনের মৃত্যু হয়েছে সড়কে। এর মধ্যে মঙ্গলবার ভোরে বিমানবাহিনীর কর্মচারী মোহাম্মদ ইয়াসিন (৫০), কাপাসিয়া-টোক সড়কের আমরাইদ বাজার এলাকায় রুমন (২৮) ও কাপাসিয়া-চাঁদপুর সড়কের সৈয়ল বাড়ি মোড়ে মোটরসাইকেল চালক মাসুদ পলান (৪০) নিহত হয়।
চান্দিনা ও দাউদকান্দি (কুমিল্লা) : চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ জনের মধ্যে সামসি বেগম (৫০) নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া মঙ্গলবার দাউদকান্দিতে বাসচাপায় সুমন নামে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।
কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে নিহত গৃহবধূ মাবিয়া (৭০) উপজেলার পাঁচগ্রামের মৃত সিদ্দিকের স্ত্রী।
লামা (বান্দরবান ) : বান্দরবানের লামা উপজেলায় শর্টবডি জিপের ধাক্কায় নিহত শিশু এজাজ উদ্দীন (৫) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিমের ছেলে। মঙ্গলবার লামা-চকরিয়া সড়কের বধুরঝিরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
রাজবাড়ী : কালুখালীর সোনাপুর মোড় এলাকায় মঙ্গলবার পিকআপ ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আবদুল্লাহ আবু সাঈদ (২২) এবং একই উপজেলার বাহিরমাদি গ্রামের হামিদুলের ছেলে শিমুল (২৫)।
রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুরে ট্রাকচাপায় নিহত বৃদ্ধ নারীর (৫০) রাজিয়া বেগম ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের অলি উল্লাহর স্ত্রী।
ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীর পরিবহন বাসের সুপারভাইজার কালাইয়া গ্রামের আ. হাসেম হাওলাদারের ছেলে আ. আজিজ লরিচাপায় কুমিল্লায় নিহত হয়েছেন।
মাগুরা : মাগুরায় সদর উপজেলার বাটাজোড় এলাকায় বাসের ধাক্কায় নিহত ফল ব্যবসায়ী জনপল সরকার বাটাজোড় গ্রামের বিমল সরকারের ছেলে।