সমাজ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে, সাহেদকাণ্ডই এর প্রমাণ: শাহদীন মালিক
করোনা মহামারির মধ্যেও যখন এমন জালিয়াতি (ভুয়া করোনা রিপোর্ট ও রোগীদের চিকিৎসায় দুর্নীতি) হয়, তখন বুঝতে হবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। আর সাহেদকাণ্ডই তার উৎকৃষ্ট প্রমাণ।
রোববার (১২ জুলাই) করোনা শনাক্ত ও আক্রান্ত রোগীদের চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম ওরফে মো. সাহেদের জালিয়াতি প্রসঙ্গে কথা বলেন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিমকোর্টের আইনজীবী শাহদীন মালিক। দেশে চলমান পরিস্থিতিতে এসব অনিয়মের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, ‘সমাজের অধিকাংশ মানুষই অন্যায় সয়ে নিচ্ছেন এবং সিরিয়াস কোনো ঘটনাই মনে করছেন না। আর এ কারণেই সাহেদ করিমের মতো লোকেরা ভয়ঙ্কর জালিয়াতি করতে পারছেন।’
এ আইনজীবী বলেন, ‘সাহেদ করিম একাই জালিয়াতি করেছেন, বিষয়টি এমন নয়। অনেকেই করোনাকালে দুর্নীতি করেছেন, করছেন। কয়েকটি হাসপাতালের জালিয়াতির খবর তো মিডিয়াই পেল। হাসপাতালের খাবার বিল নিয়ে বড় দুর্নীতির খবর পেলাম। ওষুধ, মেডিকেল সরঞ্জাম অবৈধভাবে বিক্রি করছে। মহামারির এমন দিনে যখন মানুষের জীবন নিয়ে ব্যবসা, জালিয়াতি হয়, তখন সমাজের সর্বোচ্চ অধঃপতন ঘটছে বলেই মনে করতে হয়।’
এ বিশ্লেষক বলেন, ‘করোনার প্রথম বেলায় ইউরোপ-আমেরিকার মানুষেরা টয়লেট পেপার সংগ্রহ করতে থাকলেন। অথচ, সেখানে একটি টাকাও মূল্য বাড়েনি। আর এটি যদি বাংলাদেশে ঘটত! কল্পনা করা যায় কী পরিমাণ মূল্য বৃদ্ধি পেত?’
‘মানুষ ক্রমশই দুর্নীতির ঘটনা মেনে নিচ্ছেন। গা-সওয়া ভাব থেকেই দুর্নীতি বাড়ছে। কেউ প্রতিবাদ করছে না। যা ঘটছে, তার সবই স্বাভাবিক মনে করছেন’, যোগ করেন তিনি।
কী কারণে সমাজের এমন অবনতি- জবাবে তিনি বলেন, ‘দুটি কারণে সমাজের এই অবনতি। প্রথমত, ধর্মীয় অপব্যাখ্যার কারণে নীতি নৈতিকতা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। দ্বিতীয়ত, দেশের নেতৃত্বের মাঝে নীতি নৈতিকতার অভাব। আপনি যদি বিগত কয়েক বছরের নির্বাচন ব্যবস্থা দেখেন, তাহলে দেখবেন মিথ্যার বেসাতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। পুলিশ, প্রশাসন সবাই ভোট, নির্বাচনের অব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এমন নির্বাচন দেখে মানুষ তো মেনে নিয়েছে। ঠিক অন্যত্রও এই মানসিকতার প্রকাশ ঘটছে।’
শাহদীন মালিক আরও বলেন, ‘ভেঙে পড়া সমাজের খেসারত হিসেবে দুর্ভিক্ষও দেখা যেতে পারে। আবার অশান্তি চরম অবস্থায়ও রূপ নিতে পারে, যা গোত্রে গোত্রে হানাহানিও তৈরি করবে।’