খালেদা জিয়ার সাথে ব্যারিস্টার খোকনের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়াবাসা ‘ফিরোজা’য় যান ব্যারিস্টার খোকন। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন।
সাক্ষাতের বিষয়টি বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের অপর আইনজীবী জুলফিকার আলী জুনু।
তিনি বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নেন এবং দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
গত ২৫ মার্চ করোনা সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির পর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ওঠেন তিনি। সেখানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে এই বাসায়ই আছেন তিনি।
এর আগে, গত ১১ মে পর্যন্ত কারো সাথেই দেখা করেননি খালেদা জিয়া। ১১ মে প্রথম দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। ঈদের দিন সোমবার (২৫ মে) দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাময়িক মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া।