বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলন করবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, আগামীকাল বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসা থেকে জুম অ্যাপের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন।
চলমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন হতে যাচ্ছে বলে জানান শায়রুল।
এদিকে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট পরীক্ষার ট্রায়াল স্থগিতের ঘটনায় আজ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা কিট পরীক্ষার সমাধান দাবি করেন।
‘করোনা মহামারি প্রতিরোধে সরকারের কর্মকাণ্ডে কোনো সমন্বয় নেই, তারা ব্যর্থ‘ গতকাল এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।