প্লাজমা থেরাপি নিলেন জাফরুল্লাহ
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।
এমনকি আগের চেয়ে বেশ সুস্থ বলেও জানিয়েছেন তিনি।
আলাপকালে ডা. জাফরুল্লাহ বলেন, এখন বেশ সুস্থ আছি। জ্বর কমে গেছে। প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।