‘সর্বময় কর্তৃত্ব’ নয় বরং ‘সর্বময় অযোগ্যতা’ সংরক্ষণ করেন ট্রাম্প: শিফ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা জুড়ে ঘোষিত লকডাউন তুলে দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করার ‘সর্বময় কর্তৃত্ব’ সংরক্ষণ করেন বলে যে দাবি করেছেন তার জবাব দিয়েছেন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির সভাপতি অ্যাডাম শিফ।
তিনি বলেছেন, ট্রাম্পের ‘কর্তৃত্ব’ সর্বময় নয় বরং তার ‘অযোগ্যতা’ সর্বময়। তিনি ‘সর্বময় অযোগ্যতা’ সংরক্ষণ করেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সিনিয়র সদস্য মঙ্গলবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
অ্যাডাম শিফ তার বার্তায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, করোনাভাইরাস মোকাবিলার সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা ছাড়া আমেরিকার অর্থনীতি আবার চালু হবে না।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ অবস্থানে থাকা গোটা আমেরিকা বর্তমানে লকডাউন অবস্থায় রয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অর্থনীতির কথা বিবেচনা করে সে লকডাউন তুলে দিতে চাইলে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নররা তার বিরোধিতা করেন। কিন্তু তা উপেক্ষা করে ট্রাম্প সোমবার বলেছেন, দেশের প্রেসিডেন্ট হিসেবে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ‘সর্বময় কর্তৃত্ব’ তার রয়েছে।
চীন থেকে সারাবিশ্বে যখন বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল তখন বিশেষজ্ঞদের পরামর্শ আমলে না নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সে সময় করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে ঠাট্টাও করেন। কিন্তু তার সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা প্রমাণ করে করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে দুই হাজার ৪০০ জনে পৌঁছেছে।