আট দিন মহাকাশে অবস্থান, ফিরেছেন নভোচারী হাজ্জা আল মনসুরী

0

মহাকাশে ৮ দিন অবস্থান করে ৩ অক্টোবর বিকাল ২টা ৫৯ মিনিটে (আমিরাত সময়) পৃথিবীতে ফিরে এসেছেন আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল মনসুরী (৩৪)। মহাগ্রন্থ আল কুরআন সাথে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী মেজর হাজ্জা আল মানসুরী কাজাখস্তানের বাইকোনুর শহর থেকে গত ২৬ সেপ্টেম্বর রওনা হবার ৬ ঘণ্টা পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) পৌঁছান। তাঁকে বহনকারী মহাকাশযানটি স্পেস স্টেশনে পৌঁছার পর হাজ্জা মানসুরী ‘আসসালামু আলাইকুম’ বলে বিশ্ববাসীকে অভিবাদন জানান। 

মহাগ্রন্থ আল কুরআন ছাড়াও মানসুরী সংযুক্ত আরব আমিরাতের পতাকা, আল গাফ গাছের ৩০টি বীজ, আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি ছবি এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবনীগ্রন্থের একটি কপি সাথে করে নিয়ে গেছেন।

হাজ্জা আল মানসুরীর সাথে ছিলেন রাশিয়ার নভোচারী কমান্ডার ওলেগ স্ক্রিপোচকা এবং আমেরিকার নভোচারী জেসিকা মির। মহাকাশে আট দিনের এ অবস্থানে হাজ্জা তাঁর নানা গবেষণা ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। মহাকাশ থেকে পাঠিয়েছেন কাবা শরিফসহ নানা দুর্লভ ছবি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com