প্রিন্স চার্লসের হোমিওপ্যাথি চিকিৎসার ভারতের দাবি প্রত্যাখ্যান ব্রিটিশ রাজপরিবার

0

দাবিটি করেছিলেন ভারতের কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী শ্রীপদ নায়েক। তার বক্তব্য, ‘বেঙ্গালুরুর শাক্য আয়ুর্বেদ রিসর্টের ডাঃ আইজ্যাক মাথাই জানিয়েছেন, করোনা নির্মূলে তার চিকিৎসা সফল হয়েছে। তার কথা মতো আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরই প্রিন্স চার্লসের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।’ যদিও লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এই তথ্য ঠিক নয়। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর পরামর্শ অনুযায়ী চিকিৎসাতেই প্রিন্স অব ওয়েলস সেরে উঠেছেন।’

ডাঃ মাথাই দাবি করেছেন যে সস্ত্রীক যুবরাজ চার্লস তার পেশেন্ট। আয়ুর্বেদ রিসর্টের ওয়েবসাইটে যুবরাজের একটি ভিডিও বার্তাও রয়েছে। কিন্তু, সত্যিই তাঁর চিকিৎসায় যুবরাজ সেরে উঠেছেন কিনা, সে বিষয়ে মুখ খুলতে চাননি ডাঃ মাথাই। তিনি বলেছেন, ‘এই গোপনীয়তা বজায় রাখতে আমি দায়বদ্ধ।’

এদিকে, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন যুবরাজ চার্লসের সঙ্গে। সেখানে দু’দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তিনি যুবরাজ চার্লসকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে ব্রিটেনে করোনায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com