করোনার নতুন হটস্পট মুম্বাইয়ের ধারাভি বস্তি!
এশিয়ার বৃহত্তম ও বিশ্বের বৃহত্তম বস্তিগুলোর একটি ভারতের মুম্বাইয়ের ধারাভি। এ বস্তি থেকে মিলল আরও একজন করোনায় আক্রান্ত ব্যক্তির সন্ধান। এবার করোনার থাবা পড়ল ৩৫ বছরের এক চিকিৎসকের ওপর। এ নিয়ে পর পর তিন দিনে তিনজন আক্রান্ত হলেন মুম্বাইয়ের ধারাভি বস্তিতে। এ বস্তিতে তিন দিন আগে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৬ বছরের একজন বৃদ্ধ। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আক্রান্ত ব্যক্তির পুরো পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহনমুম্বই পৌরসভা সূত্রে জানানো হয়েছে, নিজের বাড়িতে সপরিবারে ওই চিকিৎসক থাকতেন। তাই তার বাড়িটি সম্পূর্ণ সিল করা হয়েছে। ধারাভি বস্তির পরিসর ৬১৩ একর। সেখানেই গাদাগাদি করে বাস করেন প্রায় ১০ লাখের বেশি মানুষ। বস্তির প্রায় ৭০ শতাংশ মানুষ একই শৌচালয় ব্যবহার করেন। এমন ঘনজনবসতিপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, এ বস্তিটি করোনার বিস্তারের নতুন হটস্পট হয়ে উঠতে পারে। এ ছাড়া বুধবার ওরলির জিজামাতা নগরের ৫২ বছরের আরেক বাসিন্দাও আক্রান্ত হয়েছেন। সোমবার লক্ষণ দেখা দেওয়ার আগ পর্যন্ত তিনি ধারাভিতে কাজ করেছেন। বৃহস্পতিবার পরীক্ষায় জানা গেছে, তিনি করোনা আক্রান্ত। তাকে সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ২৩ জন সহকর্মীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।