যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর খবর জানায়নি এখনো যে অঙ্গরাজ্য

0

যুক্তরাষ্ট্রে কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৮১ জন এবং মারা গেছে ৫ হাজার ১০৯ জন। যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মোটামুটি সবকটিতেই করোনা প্রভাব বিস্তার করেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, লুইজিয়ানা ও ওয়াশিংটনে করোনা পরিস্থিতি মহামারী রূপ ধারণ করেছে। তবে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা এখনো কয়েকটি রাজ্যে বেশ কম।

যুক্তরাষ্ট্রের শুধু একটি অঙ্গরাজ্যে এখনো করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাজ্যটির নাম ওয়াইয়োমিং। সেখানে ১৩৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তবে এখনো কেউ মারা যায়নি। রাজ্যটিতে জনসংখ্যাও তুলনামূলকভাবে কম। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ছাড়ালেও এখনো নাগরিকদের কেন্দ্রীয়ভাবে ঘরে থাকার নির্দেশ দিতে চান না ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, বিভিন্ন অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতি বিভিন্ন রকম। কিছু কিছু রাজ্যে এখনো করোনা মহামারী আকারে ধারণ করেনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com