‘ভারতকে নিপীড়ন বন্ধ করে কারারুদ্ধ কাশ্মিরিদের মুক্তি দিতে হবে’

0

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে অধিকৃত জম্মু-কাশ্মিরে করোনা আক্রান্ত রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়া ভারত সরকারের উচিত হবে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে নির্বিচারে গ্রেফতার করা কাশ্মিরিদের মুক্তি দেয়া।

অ্যামনেস্টি আরো বলে, করোনাভাইরাসের কারণে জম্মু-কাশ্মির অঞ্চল লকডাউনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ভারত সরকারের উচিত হবে নির্বিচারে গ্রেফতার করা সবাইকে মুক্তি দেয়া। পাশাপাশি সেখানে ইন্টারনেট সংযোগ পুনর্বহাল এবং ওই এলাকার জনগণের মধ্যে আস্থা তৈরির জন্য সক্রিয়ভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

মানবাধিকার সংগঠনটি জানায় যে, [ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে] শুধু মুখের নির্দেশে বয়স্ক ও শিশুদের নির্বিচারে গ্রেফতার করার প্রমাণ তাদের কাছে রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে অবরোধ আরোপ করে রাখার পাশাপাশি প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতার অভাব প্রকট।

অ্যামনেস্টি জানায়, গত বছর ৫ আগস্ট নয়া দিল্লি এই অঞ্চলের রাজ্য মর্যাদা কেড়ে নেয়ার পর থেকে কয়েক মাসব্যাপী অবরোধ জারি করে রাখার সময় শিশুদের আটক করার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com