করেনারাভাইরাস মোকাবেলায় পাকিস্তানে ‘টাইগার ফোর্স’ গঠন
পাকিস্তানে করোনাভাইরাস মোকাবেলার জন্য প্রবাসীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি দেশের দুস্থ লোকজনের কাছে সহায়তা পৌছে দিতে সরকারকে সাহায্য করার জন্য তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে ‘করোনা রিলিফ ইয়থ টাইগার ফোর্স’ নামে একটি সংগঠনও উদ্বোধন করেছেন।
ইমরান বলেন যে, দেশ কি ধরনের কঠিন অস্থার মুখোমুখি হয়েছে তা সরকার জানে। তাই জনগণের কাছে ত্রাণ সহায়তা পৌছে দিতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি সরকারের ‘করোনা ত্রাণ তহবিলে’ সহায়তা দিতে বিদেশে থাকা পাকিস্তানীদের প্রতি আহ্বান জানান। প্রদেশগুলো লকডাউন করার ফলে কাজ করে জীবিকা উপার্জনে অক্ষম হয়ে পড়া দরিদ্র লোকজনকে খাবার সরবরাহের জন্য এই তহবিল ব্যবহার করা হবে।
প্রধামন্ত্রী ইমরান রোববার ইসলামাবাদে তার বানিগালা বাসভবনে কোর কমিটির বৈঠক ডাকেন। সেখানে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় তার সরকারের নেয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়।
সারা দেশে করোনা আক্রন্ত ১৫০০
পাকিস্তান সরকারের হিসাব মতে ২৯ মার্চ দুপুর ১টা পর্যন্ত দেশে করোনা রোগী সংখ্যা ছিলো ১,৫২৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি পাঞ্জাবে ৫৫৮ জন। এই ভাইরাসে পাকিস্তানে এ পর্যন্ত ১৩ জন মারা গেছে, ২৮ জন সুস্থ হয়েছে।
গোটা দেশ লকডাউন নয়
অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় ইমরান খান সারা দেশ লকডাউনের বিরুদ্ধে। তার যুক্তি হলো চীন বা ইটালির মতো দিনমজুরদের খাওয়ানোর সামর্থ পাকিস্তানের নেই।
ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য যে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা ইতোমধ্যে দেশের বেশিরভাগ অংশকে কার্যত লকডাউনের মধ্যে নিয়ে গেছে। ২৩ মার্চ থেকে সিন্ধুতে ১৫ দিনের লকডাউন চলছে। একই পথ ধরেছে গিলগিট-বাল্টিস্তান। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং খাইবার পাখতুনখাওয়ায় লোকজনের চলাচল সীমিত করা হয়েছে।
টাইগার ফোর্স
এদিকে রোববার থেকে প্রধানমন্ত্রী করোনা রিলিফ টাইগার ফোর্স স্বেচ্ছাসেবক কর্মসূচিতে নাম লেখানো শুরু হয়েছে। এই বাহিনী দরিদ্রদের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দিতে সরকারকে সাহায্য করবে। গরিব ও শ্রমিকদের জন্য ২০০ বিলিয়ন রুপির ত্রাণ কর্মসূচি ঘোষণা করেছেন ইমরান।
২০ কোটি মানুষের পাকিস্তানে চারভাগের একভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে। প্রধানমন্ত্রী বলেন অন্তত ৭০ লাখ মানুষ দিনমজুর। এই কঠিন সময়ে তাদের প্রত্যেককে ৩,০০০ রুপি করে দেয়া হবে। করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য কেন্দ্র যে কৌশল গ্রহণ করেছে তার অংশ এই টাইগার ফোর্স। এর সদস্যদের দৈনিক ভিত্তিতে দায়িত্ব দেয়া হবে।
রেশন
রেশনের বস্তা পৌছে দেয়া, কোয়ারেন্টিস কেন্দ্র ও হাসপাতালগুলোকে সাহায্য করা ও নিহতদের সমাহিত করার দায়িত্ব দেয়া হবে স্বেচ্ছাসেবকদের।
সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি
পাকিস্তান তার পূর্ব ও পশ্চিম সীমান্ত বন্ধের মেয়াদ আরো দুই সপ্তাহের জন্য বাড়িয়েছে। মানুষ ও পণ্য উভয়ের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা বিভাগের বিশেষ সহকারী মুঈদ ইউসুফ বলেন, আফগানিস্তান, ইরান ও কারতারপুর করিডোরসহ ভারতের সঙ্গে সব সীমান্তে যাত্রী ও পণ্য চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।