সৌদিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
গোটা বিশ্ব যখন করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে ঠিক এমন প্রতিকূল সময়ে সৌদি আরবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া ও বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই হামলায় এখনও পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে সৌদির রাজধানী রিয়াদে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হামলাকারী কারা ছিল- এ ব্যাপারে কোনও তথ্য জানানো হয়নি খবরে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, মাঝরাতে রিয়াদে পর পর তিন দফায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি।
রিয়াদে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্যে আঘাত হানার আগেই তিনটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে সৌদি জোট।
তবে হুতি বিদ্রোহীরা এ মিশাইল হামলা চালিয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠসে সৌদি সরকারের পক্ষ থেকে।