সামাজিক দূরত্বের নিয়ম আরও কঠোর করছে অস্ট্রেলিয়া

0

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। লোকজনকে স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রাখা অর্থাৎ সেলফ আইসোলেশনের পরামর্শ দেওয়া হচ্ছে। ২৮ মার্চ শনিবার এসব বিষয়ে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক দূরত্ব বজায় না রাখলে অর্থাৎ লোকজন নিজ নিজ বাড়িতে অবস্থান না করলে জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া পর্যটকদের জন্য সৈকতগুলোও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশ থেকে ফেরা সব নাগরিককে সরকারি ব্যয়ে দুই সপ্তাহের জন্য হোটেলগুলোতে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। সামরিক বাহিনীর সদস্যরা লোকজনকে নতুন নিয়ম মেনে চলতে সহায়তা দেবে।

টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ। তিনি বলেন, দুনিয়ার বহু জায়গায় এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। আমি মনে করি, বাইরে থেকে আসা প্রত্যেকেই উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, ২৮ মার্চ শনিবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৩৫ জন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১৭০ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com