ইতালিতে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

0

করোনায় গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। ইতালিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৪। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৯২ হাজার ৪৭২। 

ইতালি ছাড়াও ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থাও বেশ সঙ্গিন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৯০। এদিকে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।  তবে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো ইতালি। সেখানে প্রায় সবকিছু বন্ধ হয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে থাকছেন। সে দেশের সরকার জানিয়েছে, আগামী এপ্রিলের ৩ তারিখ অবধি বন্ধ রাখা হতে পারে সব পরিষেবা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com