নিষেধাজ্ঞা শিথিল করুন: ৮ দেশের চিঠির জবাবে জাতিসংঘ মহাসচিব

0

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের ওপর আরোপিত আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়ে ইরানসহ ৮ দেশ গুতেরেসকে উদ্দেশ করে চিঠি দেওয়ার দু’দিন পর তিনি এ প্রতিক্রিয়া জানালেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের সব দেশ যাতে শক্ত হাতে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে সেজন্য নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি। যেসব দেশ করোনাভাইরাসের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা একান্ত প্রয়োজন বলে তিনি জানান।জাতিসংঘ মহাসচিব করোনাবিরোধী যুদ্ধে বিশ্বের সব দেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ব্যাপকভাবে এ ভাইরাসের প্রভাবে প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেন।


সম্প্রতি রাশিয়া, চীন, সিরিয়া, কিউবা, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও ইরান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখে ইরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ইরানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার একান্ত জরুরি হয়ে পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com