তালেবানদের সঙ্গে আলোচনার জন্য অন্তর্ভুক্তিমূলক দল গঠন, মার্কিন দূতের অভিনন্দন

0

তালেবানদের সঙ্গে আলোচনার জন্য অবশেষে একটি দল গঠন করতে পারায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ আফগানিস্তানের রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার টুইটারে তিনি লিখেন: এই ঐক্যমত একটি অর্থবহ পদক্ষেপ যা পক্ষগুলোকে তাৎপর্যপূর্ণভাবে আন্ত:আফগান আলোচনার কাছাকাছি নিয়ে যাবে।

বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের সরকার তালেবানের সঙ্গে আলোচনার জন্য ২১ সদস্যের দল গঠনের কথা ঘোষণা করে। এটা মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতির লক্ষণ। গত মাসে চুক্তিটি সই হওয়ার পর থেকে এটি নানাভাবে বিলম্বিত হচ্ছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে তীব্র কলহ এই বিলম্বের মূল কারণ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com