মক্কা, মদিনা, রিয়াদে কারফিউয়ের সময় বৃদ্ধি, করোনায় মারা গেছেন ৩ জন

0

করোনা ভাইরাসে সৌদি আরবে মারা গেছেন মোট তিনজন। মোট আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মোট আক্রান্ত ১১০৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। তবে মৃত ব্যক্তিদের সবাই সৌদি আরবের নাগরিক কিনা তা স্পষ্ট করে বলা হয় নি। ওদিকে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে বৈশি^ক প্রচেষ্টায় সহযোগিতা বিষয়ক একটি ভার্চুয়াল সামিট করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। তিনি এ সময়ে জি-২০ শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি তিনি সৌদি আরবের পবিত্র শহর মক্কা, মদিনা ও রিয়াদে কারফিউয়ের সময় বৃদ্ধি করেছেন।এখন থেকে সেখানে বিকেল ৩টা থেকে কারফিউ বলবৎ থাকবে। এর আগের সপ্তাহে সৌদি আরবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com