বাগদাদের গ্রিনজোনে রকেট হামলা
বাগদাদের অতি সুরক্ষিত গ্রিনজোনে বৃহস্পতিবার ভোরে দুটি রকেট আঘাত হেনেছে। কিন্তু এতে কেউ হতাহত হননি বলে ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও আল-আরাবিয়ার খবরে এমন তথ্য জানা গেছে। গ্রিনজোনে বিভিন্ন সরকারি ভবন ও বিদেশি কূটনৈতিক মিশনগুলো রয়েছে।
ইরাকি সামরিক সূত্র বলছে, মূলত মার্কিন দূতাবাসকে নিশানা করেই এই রকেট হামলা। যেখানে রকেট গিয়ে পড়েছে, সেখান থেকে দক্ষিণে কয়েশ মিটারজুড়ে বিস্তৃত যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্স।
গত বছরের অক্টোবর থেকে বিদেশি সেনা ও কূটনৈতিকদের অবস্থান করা স্থাপনাগুলোতে এটা ২৬তম হামলা।
সামরিক সূত্র জানায়, দুটি কাতিউশা রকেট বাগদাদের অপারেশন কমান্ডের কাছে গিয়ে পড়েছে।