যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি করোনা রোগী

0

চীন বা ইতালি নয়, বিশ্বে এখন সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত লোক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটিতে সংক্রমিত লোকের সংখ্যা ৮৩,৫৫ত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দেশটিতে এই রোগে আগামী চার মাসে মৃতের সংখ্যা ৮০ হাজার হতে পারে। দেশটিতে ইতোমধ্যেই মারা গেছে ১,২০৫ জন।

মৃতের সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ইতালি। সেখানে ইতোমধ্যেই আট হাজারের বেশি লোক মারা গেচে। চীনে মারা গেছে তিন হাজারের বেশি।
আর বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।
নিউ ইয়র্কে বৃহস্পতিবার শতাধিক মৃত্যু ঘটেছে। রাজ্যটিতে মৃতের সংখ্যা ৩৮৫। যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের কেন্দ্রবিন্দু এখন নিউ ইয়র্ক।

যুক্তরাষ্ট্রে পরবর্তী সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে লুসিয়ানা। এখানে গত ২৪ ঘণ্টায় ৩০ ভাগ বেড়েছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ২,৩০৫ জন সংক্রমিত হয়ে মারা গেছে ৮৩ জন।
আর নিউ জার্সিতে মারা গেছে ৮১ জন। ক্যালিফোর্নিয়ায় মারা গেছে ৮১ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com