এনাফ ইজ এনাফ, বিরক্ত হয়ে বললেন ট্রুডো

0

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে) ঘরে যান এবং সেখানেই অবস্থান করুন।  

সোমবার অটোয়াতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন না এমন ব্যক্তিদের তিনি এ নির্দেশ দেন।
 
তিনি আরও বলেন, আপনারা যদি এ পরামর্শ এড়িয়ে যান, মানুষের সাথে মিশেন কিংবা জনসমাগমপূর্ণ স্থানে যান তাহলে আপনি শুধু নিজেদেরই যে ঝুঁকিতে ফেলছেন তা নয়, অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন। জাস্টিন ট্রুডো সতর্ক করে বলেন, আমরা যে কোনো ভাবেই হোক মানুষের ঘরে থাকা নিশ্চিত করবো। হয় মানুষকে সচেতন করে, সে পদ্ধতিতে কাজ না হলে বলপ্রয়োগ করা হবে। কেউ সেটা ঠেকাতে পারবে না।

কানাডায় এ পর্যন্ত ১৪৩২ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২০ জন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com