স্পেনে করোনায় আক্রান্ত ১৬ বাংলাদেশি, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

0

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ হাজার ১৩৬ জন নাগরিক। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩১১ জনের। দেশটিতে অবস্থান করা ১৬ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৯৫ টি দেশের ৩ লাখ ৬৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯ জন।   
 
ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮১ হাজার ০৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ২৭০ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের ছাপিয়ে গেছে ইতালি। দেশটিতে ৬৩ আজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৬ হাজার ৭৭ জন। এর পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। ৪১ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫০১ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com