দেশে কনসার্ট সংখ্যা কমলেও, শিল্পীদের মনে স্বস্তি ফেরাচ্ছে বিদেশের কনসার্ট

0

দেশে বেশ কয়েক বছর ধরেই ওপেন এয়ার কনসার্টের পরিমাণ কমে এসেছে। রাজনৈতিকসহ বিভিন্ন কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বেশকিছু কনসার্ট আয়োজন করা হলেও সেগুলো বাতিল হয় নিরাপত্তার কারণে। সেসময় জনমনেও আতঙ্ক ছিল।

তবে এর মধ্যেই কিছু কনসার্ট হলেও, সেগুলো অনুষ্ঠিত হয় ইনডোরে। বাংলাদেশে শীতকালকে কনসার্টের মৌসুম বলা হয়ে থাকে। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা একক শিল্পী এবং ব্যান্ডগুলোর কনসার্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এ মৌসুমেও কনসার্টের ব্যস্ততা ছিল শিল্পীদের, তবে তুলনামূলক কম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক আয়োজক বড় আয়োজন নিয়ে ছিলেন সংশয়ে। বলা যায়, এ মৌসুম কনসার্টপ্রেমীদের জন্য খুব একটা ভালো যায়নি।

এদিকে মার্চে রমজান মাস চলায় কনসার্ট একেবারেই বন্ধ। ফলে নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্পীরা, তাদের কপালে চিন্তার ভাঁজ। তবে দেশে কনসার্ট সংখ্যা কমলেও, শিল্পীদের মনে স্বস্তি ফেরাচ্ছে বিদেশের কনসার্ট। ঈদের পরে দেশের শিল্পীদের ব্যস্ততা বাড়বে বিদেশের কনসার্ট নিয়ে। এরইমধ্যে ঈদের পর দেশের প্রায় এক ডজন শিল্পী বিদেশে যাচ্ছেন শো করতে। কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শো নিয়ে ব্যস্ততা থাকবে দেশের শিল্পীদের।

জনপ্রিয় সংগীত শিল্পী মনির খাকে দেশে কনসার্টে কম দেখা গেলেও, তিনি নিয়মিত তার দুই ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন।

এ শিল্পী জানান, ৩১ মার্চ কাতারে ‘লাইভ মেগা কনসার্ট’ নামে একটি শোতে অংশ নেবেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরও একই কনসার্টে অংশ নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘রমজানের আগে স্টেজ শো নিয়ে একটু ব্যস্ততা ছিল। রমজান মাসে কনসার্ট বন্ধ থাকে। কিন্তু ঈদের পর আবার কনসার্ট হবে, শো বাড়বে। এরইমধ্যে কাতারের শো কনফার্ম করেছি। এখানে অংশ নেব।’ কাতারের এ কনসার্টে আরও অংশ নিচ্ছেন আরফিন রুমি, দিলশাদ নাহার কণা, বেলাল খান, ইমরান মাহমুদুল, সাথী খান, বেলি আফরোজ, মুনসহ আরও কয়েকজন।

এদিকে এক বছর বিরতি দিয়ে ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নগরবাউলখ্যাত জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস। দলটির পক্ষ থেকে জানান হয়, ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে ‘চ্যাপ্টার টু : জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এক কনসার্টে অংশ নেবেন এ সংগীতশিল্পী।

আয়োজকরা জানিয়েছেন, এর আগে ডালাসে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি শিল্পীর কনসার্ট হয়নি। সর্বশেষ ২০২৩ সালে কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। সাতটি কনসার্টে গান শোনানোর কথা থাকলেও সেই ট্যুরে ২০টির বেশি আয়োজনে গেয়েছিলেন তিনি।

জনপ্রিয় ব্যান্ড দলছুটের প্রধান ও ভোকাল বাপ্পা মজুমদার জানান, দল নিয়ে তিনি এপ্রিল-মে মাসে যাচ্ছেন কানাডা ট্যুরে। সেখানে বেশ কিছু কনসার্টে অংশ নেবে দলছুট। এরমধ্যে ১৯ এপ্রিল ক্যালগেরি, ২৫ এপ্রিল টরন্টো, ২৭ এপ্রিল ভ্যাঙ্কুভার এবং ৩ মে হলিফ্যাক্সে গান শোনাবে দলটি। প্রতিটি কনসার্টেই দলছুটের সঙ্গে গাইবেন সংগীতশিল্পী এলিটা করিম।

এদিকে বৈশাখ উপলক্ষ্যে একটি কনসার্টে অংশ নিতে এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শায়ান চৌধুরী অর্নব ও সুনিধি নায়েক। ১৯ এপ্রিল ডালাসে অনুষ্ঠিত ‘বাংলা ফোক রক ফেস্ট’ কনসার্টে গাইবেন তারা। এ সময় তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন আর্টসেল ব্যান্ডের সাবেক সদস্য এরশাদ জামান।

এদিকে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ১০টি শহরে (ডালাস, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, নিউ জার্সি, স্যান জোস, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন ও মিশিগান) শো করার বিষয়ে নিশ্চিত করেছেন বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী প্রীতম হাসান। তবে শোগুলোর তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এ শিল্পী। এছাড়া আরও অনেক শিল্পীই বিদেশের শো নিয়ে আলোচনা করছেন। ঈদের পরেই সেগুলো কনফার্ম হবে বলেও জানান তারা।

বিদেশের মাটিতে দেশের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনে স্বস্তি ফেরাচ্ছে সংগীতাঙ্গনে, এমনটাই বলছেন সংগীত বোদ্ধারা। এর মধ্য দিয়ে বহির্বিশ্বে বাংলা গানের প্রচার-প্রসারেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com