আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে তারকাদের নিয়ে বসবে তারার হাট

0

২০২৫ আইপিএলের পর্দা উঠতে যাচ্ছে আজ। রাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জৌলুসপূর্ণ এই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। তার আগে সন্ধ্যায় ইডেন গার্ডেনসে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বলিউড তারকাদের নিয়ে বসবে তারার হাট।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে শুক্রবার সন্ধ্যায় শহরে এসেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এদিন কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন বাদশাহ। তার সঙ্গে দেখা মেলে ম্যানেজার পূজা দাদলানির।

শাহরুখ খান ছাড়াও সালমান খান, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্তের মতো বলিউডের সবচেয়ে বড় তারকাদের। জানা গেছে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও থাকতে পারেন এ অনুষ্ঠানে।

এদিকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানান জল্পনা। যদিও বলিপড়ায় কিং খান সম্পর্কে প্রায় কোনো কেচ্ছা-ই শোনা যায় না। একপ্রকার নিষ্কলঙ্ক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন তার। তবে একসময় শাহরুখ-প্রিয়াংকার সম্পর্ক নিয়ে বলিপড়ায় নানান গুঞ্জন ছড়িয়েছিল। সে কথা কারোরই অজানা নয়।

যদিও বর্তমানে প্রিয়াংকা এখন মার্কিন মুলুকের বাসিন্দা। নিক জোনাসকে বিয়ে করে সুখেই ঘরকন্য়া করছেন। বলিপাড়ায় একসময় সেভাবে কাজ না পেয়ে পিগি চপস ক্যারিয়ারও গড়েছিলেন হলিউডেই। তবে খোদ কিং খানের সঙ্গে যার নাম জড়িয়েছিল, সেই প্রিয়াংকার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে থাকার খবরে তাই চর্চা তো হবেই।

কারণ দীর্ঘ ২০ বছরে আর মুখোমুখি হতে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াংকাকে। অনেকেই প্রশ্ন করছেন— তবে কি প্রায় দুই দশক পর তিলোত্তমার হাত ধরেই আরও একবার মুখোমুখি হতে চলেছেন শাহরুখ-প্রিয়াংকা? তবে সবটাই এখনো জল্পনা। আদপে কী ঘটতে চলেছে তা ক্রমশ প্রকাশ্য। সবটাই জানা যাবে আজ সন্ধ্যায়।

এদিকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ আউজলার মতো নামি গায়ক-গায়িকাদের। অনুষ্ঠান মঞ্চে দেখা মিলতে পারে দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ানকেও। তাই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com