মুন্সীগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক গ্রেফতার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্প নং-২-এর নাগরিক মো: জহুর আল জহির আলম (৩৭) ও নুর বেগম (৩০)।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহা. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা নাপিত বাড়ির ব্রিজের গোড়ায় পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনকভাবে ওই দু’জনকে আটক করে তল্লাশী করলে তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।