তুর্কি গোলরক্ষকের বীরত্বেই আর্সেনালের বিপক্ষে অবিশ্বাস্য জয় ম্যানইউ’র

0

‘এক সপ্তাহের মধ্যে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ফুটবলারদের জীবন এমনি।’ ম্যাচ জয়ের পর ‘বিবিসি’কে কথাগুলো বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনিয়মিত গোলরক্ষক আলতায় বাইনদির।

একাদশে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকেই কথাগুলো উচ্চারিত হয়েছে বাইনদির মুখ থেকে। নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে টপকে ঠিকমতো দলে জায়গা পেতেন না তিনি।

অথচ সেই ২৬ বছর বয়সী তুর্কি গোলরক্ষকের বীরত্বেই গতকাল রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে ম্যানইউ। ম্যাচ শেষে ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম বাইনদির কৃতিত্বপূর্ণ খেলা দেখে বলেন, ‘সে আমাদের সত্যিকারের বীর।’

রোববার আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়াম থেকে জয় ছিনিয়ে নিয়েছে ম্যানইউ। খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। এরপর পেনাল্টি শ্যুটআউটে স্বাগতিক আর্সেনালকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানইউ।

দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যানইউ। এই পর্বে লেস্টার সিটির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় হয়ে গেছে আর্সেনালের।

টাইব্রেকারে প্রথম দুটি শ্যুটে গোল করে ম্যানউই। কিন্তু আর্সেনালের দ্বিতীয় শ্যুট মিস করেন কাই হ্যাভেরটজ। জার্মান তারকার শ্যুট অবিশ্বাস্যভাবে রুখে দেন বাইনদির। পরবর্তীতে সবগুলো শ্যুটেই সফল হয় ম্যানইউ। রেড ডেভিলদের পক্ষে জয়সূচক গোলটি করেন জসুয়া জির্কজি।

খেলার মূল সময়ের ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১-০ তে এগিয়ে যায় ম্যানইউ। ৬১ মিনিটে আর্সেনাল তারকা মিকেল মেরিনোকে বেপরোয়া ট্যাকল দিয়ে দ্বিতীয় হলুদ কাড (লাল কার্ড) দেখেন দিয়াগো দালত। এতে ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

প্রতিপক্ষে দলে একজন কম খেলার সুযোগ নিয়ে ২ মিনিট পরই ১-১ সমতায় ফেরে আর্সেনাল। গোল করেন গাব্রিয়েল মাগালহেস।

৬৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় আর্সেনাল। ডি-বক্সের ভেতর ম্যানইউর হ্যারি ম্যাগুয়ের সঙ্গে আর্সেনালের হ্যাভেরটজের হালকা সংঘর্ষ হলেই ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। এ ঘটনায় তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ম্যাগুয়ের, হ্যাভেরটস ও গাব্রিয়াল মাগালহেস।

ঝামেলা মিটমাট হয়ে গেলে স্পক-কিক নেন হ্যাভেরটজ। কিন্তু তুর্কি গোলরক্ষক বাইনদিরকে পরাস্ত করতে পারেননি জার্মান মিডফিল্ডার। দুর্দান্ত সেভ দেন বাইনদির। এতে ম্যাচে সমতা ধরে রাখতে পারে ম্যানইউ।

বাইনদির যদি পেনাল্টি সেভ করতে না পারতেন, তাহলে হয়তো ম্যাচ টাইব্রেকারে গড়াতে না। জয়ও পাওয়া হতো না ম্যানইউ। অর্থাৎ এক ম্যাচে দুটি পেনাল্টি সেভ দিয়ে দল অবিশ্বাস্য এক জয়ই উপহার দিয়েছেন বাইনদির।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com