তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বিসিবি

0

আচমকা অবসরের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। কিন্তু জাতীয় দলের হয়েও সেভাবে খেলেননি। কাগজে-কলমে অবসর না নিলেও জাতীয় দল থেকে দূরেই আছেন সাবেক এই অধিনায়ক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তামিমকে নিয়ে নতুন করে গুঞ্জন চলছে। এরইমাঝে ভাইরাল এক ভিডিওতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে তামিম বলছিলেন,, জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য।

আর এসব নিয়েই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মাঝে দেখা দিয়েছে প্রশ্ন। চলতি মাসের ১২ তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল আইসিসির কাছে জমা দেবেন বিসিবির নির্বাচকরা। সেখানে তামিম ইকবালকে দেখা যাবে কি না বড় প্রশ্ন।

আর সেজন্য তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। পরে পাঁচ তারকা এক হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা। আগে থেকেই ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকার।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে চলছে সব ধরণের আলোচনা। আজই আসতে পারে সিদ্ধান্ত। এদিকে, সাকিবকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com