ইমরান-বুশরার বিরুদ্ধে ১৯০ মিলিয়নের মামলা স্থগিত

0

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার রায় তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। নতুন করে এ মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এদিন রায়ের শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা বা আসামিরা কেউই আদালতে হাজির হননি। তবে আদালত জানিয়েছে বুশরা বিবি আজ নির্ধারিত রায় সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু এরপরও হাজির হতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে দুটি বার্তা পাঠানো সত্ত্বেও শুনানিতে উপস্থিত হননি।

বিচারক নাসির জাবেদ রানা বলেন, রায় প্রস্তুত এবং স্বাক্ষরিত ছিল। তবে আসামি এবং তাদের আইনজীবীরা সেশনে উপস্থিত না হওয়ার কারণে বিলম্ব হয়েছে। আদালত জোর দিয়েছে যে অভিযুক্তদের পুরো বিচার চলাকালীন একাধিক সুযোগ দেওয়া হয়েছে।

১৯০ মিলিয়ন পাউন্ড মামলাটি কীসের?

ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি একটি দাতব্য ট্রাস্টকে দান করা জমির বিনিময়ে মালিক রিয়াজকে অযৌক্তিক সুবিধা দেওয়ায় জড়িত ছিলেন; এমন অভিযোগকে কেন্দ্র করে মামলাটি করা হয়।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) তথ্যানুযায়ী, বাহরিয়া টাউনের মালিক রিয়াজ ইমরানের আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটি-কে ঝিলম জেলার মৌজা বারকালায় ৪৫৮ কানাল এবং ৪ মারলা জমি দান করেছেন। এর বিপরীতে মালিক রিয়াজের কাছ থেকে ১৯০ মিলিয়ন পাউন্ড নিয়েছেন। কিন্তু সেই অর্থ তিনি পাকিস্তানের জাতীয় কোষাগারে ফেরত দেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com