নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

0

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং সহকর্মী নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টা প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেখানে তিনি দূতাবাসের শোক বইয়ে একটি শোক বার্তা লেখেন।
দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।

এ সময়, প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং জর্জিয়ায় কার্টারের বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার গুরুত্বপূর্ণ কাজের গভীর প্রশংসা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com