ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষ: যে দাবি জানালেন মামুনুল হক
সাদপন্থিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ এবং তাদেরকে ইজতেমা করার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থিরা।
বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এসব দাবি জানান।
সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমি উপদেষ্টা, তথ্য উপদেষ্টাসহ সাত উপদেষ্টা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মামুনুল হক বলেন, সাদপন্থিরা ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে চারজনকে শহীদ করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে। এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। এই হামলায় কারা কারা জড়িত, আমাদের সর্বপ্রথম দাবি এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। আজকের মধ্যেই যেন সেই গ্রেপ্তারের ঘটনা আমরা দেখতে পাই।
তিনি বলেন, আমাদের জোরালো একটা দাবি – এই সন্ত্রাসী হামলার মাধ্যমে সাদপন্থিরা যে বার্তা বাংলাদেশকে দিয়েছে সেটা হলো, আজকে যারা বাংলাদেশবিরোধী শক্তি আমাদের কাছে এটাই স্পষ্ট, তারা (সাদপন্থিরা) সেই শক্তির দোসর হিসেবে ভূমিকা পালন করছে। কাজেই আমাদের স্পষ্ট দাবি, এই সাদপন্থিদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের দাবি জানিয়েছি। আশা করি, সে বিষয়ে যত পদক্ষেপ নেওয়া দরকার তা সরকার গ্রহণ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, সাদপন্থিদের ইজতেমা হওয়ার এখন আর কোনো অবকাশ নাই। গতকালের ঘটনার পরে তাদের এখানে ইজতেমা তো দূরের কথা বরং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আমি আশা করছি।
অপর আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব, আমরা আশা করছি সরকার এই ধরনের ভুল করবে না।