‘পুলিশকে অপরাজনীতিমুক্ত রেখে নাগরিক সেবা প্রদানকারী সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে’

0

আইন যুগোপযোগী করে নিয়োগ, বদলি, শাস্তির বিষয়ে কমিশন গঠন, ব্যাপক সংস্কারের পাশাপাশি বাংলাদেশ পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সংলাপের বক্তারা। একটি আধুনিক ও জনমুখী পুলিশি কাঠামো তৈরির জন্য সাধারণ মানুষের সাথে পুলিশের সুসম্পর্ক স্থাপন, মানবাধিকার রক্ষা, তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করা এবং পুলিশ বাহিনীতে নারীদের আরও বেশি অংশগ্রহণের বিষয়ে প্রাধান্য দেন তারা।

তারা বলেন, পুলিশকে অপরাজনীতিমুক্ত রেখে নাগরিক সেবা প্রদানকারী সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশ হবে এমন একটি প্রতিষ্ঠান যা সামগ্রিকভাবে নাগরিকদের সেবা নিশ্চিত করবে।

পুলিশ সংস্কারের মাধ্যমে পুলিশ যে জনগণের বন্ধু তার বাস্তব প্রতিফলন নিশ্চিত করতে হবে। পুলিশে নিয়োগ, বদলি ও মামলা বাণিজ্য বন্ধ করে শতভাগ দুর্নীতিমুক্ত বাহিনী গঠন করতে হবে। থানাগুলো সংস্কার করে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে পুলিশের বেতন কাঠামো সংস্কার ও জনসংখ্যা অনুপাতে জনবল বাড়িয়ে দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে ‘পুলিশ সংস্কার বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক সংলাপে তারা এসব সুপারিশ তুলে ধরেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আমীর মোহাম্মদ নাসরুল্লাহর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নেসার উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা।

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশান (ইপসা) আয়োজিত এ সংলাপে কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর এবিএম আবু নোমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের উপ- সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, শ্রমিক নেতা তপন দত্ত, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, নীলা আফরোজ, আরিফ মঈনুদ্দীন, তাওহীদ আলিফ, সিটিজেন ফোরামের সহ-সভাপতি মো. আবু সাঈদ সেলিম, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, অ্যাডভোকেট মিলি চৌধুরী, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের ভিক্ষু ড. সুমন প্রিয়, রাষ্ট্রচিন্তার প্রতিনিধি সিয়াম আল জাকি, স্বপ্নিল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার নজরুল ইসলাম, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com