বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে সোশ্যাল মিডিয়ায় নিন্দা

0

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর মাওলানা সাদ অনুসারী শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন।

এ সময় ইজতেমা ময়দানের ফটকে জুবায়ের অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করেন সাদপন্থিরা। ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থি মুসল্লিদের ওপর হামলা চালান মাওলানা সাদের অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহতও হন।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিন্দা জানাচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com