চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থার অবসান হতে যাচ্ছে

0

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের অনড় অবস্থানে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। আসন্ন আসরটির ভবিষ্যৎ ঠিক হতে পারে শনিবার। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ এর মধ্যস্থাতে সমাধানসূত্র পাওয়া গেছে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম।

সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শনিবার আইসিসি-র শীর্ষকর্তারা পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং পাকিস্তান কেউই আইসিসি প্রতিযোগিতা খেলতে একে অপর দেশে যাবে না। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়েই। প্রতিযোগিতায় আটটি দল খেলবে। চারটি দলের দু’টি গ্রুপ হবে। মোট ১৫টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ দুবাইয়ে হবে। ভারত সবক’টি ম্যাচই দুবাইয়ে খেলবে।

পাক বোর্ড আগেই বলেছিল, তারা হাইব্রিড মডেলে রাজি একটি শর্তে। যদি ভারতে অনুষ্ঠেয় আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তানের ক্ষেত্রেও হাইব্রিড মডেলে খেলা আয়োজন করা হয়। আইসিসি এবং বিসিসিআই তাতে আপাতত রাজি হয়েছে। ফলে পরের বছর নারীদের এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। তাদের ম্যাচগুলো নিরপেক্ষ মাঠে হবে। ২০২৬ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, যারা প্রতিযোগিতার সহ-আয়োজক।

আইসিসি-র এক কর্তা পিটিআই-কে বলেছেন, হাইব্রিড মডেলে রাজি হওয়ার জন্য পাক বোর্ডকে কোনও ক্ষতিপূরণ দেবে না আইসিসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com