নাটোরে অনেক হিন্দুকে আ.লীগের লোকজন অত্যাচার করে ভারতে যেতে বাধ্য করেছে: দুলু

0

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবচেয়ে বেশি হিন্দু নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। এদের অত্যাচারে বহু হিন্দু দেশ ছেড়ে ভারতে চলে গেছে। নাটোর শহরের স্বর্ণ পট্টি এলাকায় আওয়ামী লীগের নেতারা স্বর্ণের দোকান থেকে স্বর্ণ লুট করে নিয়ে যেত। নাটোরে অনেক হিন্দুকে আওয়ামী লীগের লোকজন অত্যাচার করে ভারতে যেতে বাধ্য করেছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের রাজনীতির গণতন্ত্র, ভোট ও অধিকারকে হরণ করেছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল সাবেক বিচারপতি খাইরুল হক। ভোটের অধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল। আর খায়রুল হক এক সিগনেচারে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। গত ১৫ বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে যত মানুষকে হত্যা, গুমসহ সব অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী। এজন্য তাকেও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজ গ্রাম রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে মাঝে মধ্যেই আস্ফালন করছেন। তার আস্ফালন দেখে আওয়ামী লীগের অনেক বন্ধুরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন। হুঁশিয়ার করে বলতে চাই, শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ২২ বছর আওয়ামী লীগকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। আর শেখ হাসিনা ১৫ বছর যত অন্যায় অত্যাচার করেছে, যার ফলশ্রুতিতে পতন হয়েছে। এই আওয়ামী লীগের আগামী ৪২ বছর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা পালিয়ে আছেন, পালিয়েই থাকেন। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নাই।

নির্বাহী কমিটির এই সদস্য বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ এই চারবারের নির্বাচনে আওয়ামী লীগ আমাকে ভোট করতে দেয় নাই। অথচ এর আগে তিনবার জনগণের ভোটে আমি এমপি-মন্ত্রী হয়েছি। গত ১৫ বছর নাটোরের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় একমাসের মধ্যে নাটোরে গ্যাসের ব্যবস্থা করবো। বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেব। শিল্পকারখানা তৈরি হবে। যেখানে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com