ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির আক্রমণে আলতাফ উদ্দিন (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) ভোর সাড়ে ৩টার দিকে ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
ওই কৃষক ছেলেকে নিয়ে সারাদিন বোরো ধান কেটে আটিগুলো ক্ষেতের মাঝেই জড়ো করে রাখেন। রাতে ছেলেকে নিয়ে ওই ধানের আটিগুলো পাহারা দিচ্ছিলেন। সাড়ে তিনটার দিকে ভারতীয় বন্য হাতির পাল ধান খাওয়া শুরু করে। এসময় বাবা ছেলে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এতে হাতি তাদের উল্টো তাড়া করে। এ সময় ছেলে পালিয়ে আসতে পারলেও বৃদ্ধ বাবাকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা টের পেয়ে হাতির পালকে তাড়া করলে বৃদ্ধ আলতাফ উদ্দিনের ফেলে চলে যায়। স্থানীয়রা আলতাফ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।