চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায় না হলে গণঅনশনের ঘোষণা প্রত্যাশীদের

0

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায় না হলে আজ থেকে গণঅনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া বিভাগ পর্যায়ে মানববন্ধন কর্মসূচি চালু রাখার ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (১১ মে) রাতে আন্দোলনের অন্যতম সংগঠক খাদিজা খাতুন মুক্তার দেওয়া এক বার্তায় এই তথ্য জানা যায়।

এর আগে শাহবাগে রাস্তা অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের অন্তত ১৪ জনকে আটক করে পুলিশ। এছাড়া দুজন অসুস্থ হয়ে পড়ে।

খাদিজা খাতুনের দেওয়া তথ্যমতে আটককৃতরা হলেন- সাংবাদিক সুলতানা সিদ্দিকী, নরসিংদী সরকারি কলেজের রিমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আলামিন, সরকারি বাংলা কলেজের নূর মোহাম্মদ নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন কবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানিক দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজম মোহাম্মদ, ঢাকা কলেজের মামুনুর রশিদ, সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হাকিম এবং সাথী আক্তার।

খাদিজা খাতুন বলেন, আটককৃতদের ছেড়ে দিতে হবে এবং দাবির পক্ষে সরকারি সিদ্ধান্ত আসতে হবে। নইলে আমরা রাজু ভাস্কর্যের সামনে গণঅনশন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাঠে থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com