সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে উদ্ভাবক হতে হবে: শিক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কিংবা গেমিংয়ে সময় নষ্ট না করে প্রযুক্তির উদ্ভাবক হতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, ‘অধিকাংশ শিক্ষার্থী এখন অতিমাত্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাচ্ছে। অনেকে গেমিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করছে। এতে মেধা ও সময়ের অপচয় হচ্ছে। ফেসবুকে সময় না কাটিয়ে প্রযুক্তির উদ্ভাবক হতে হবে, গেমিং না করে বরং গেম বানাতে হবে।’
শনিবার (১১ মে) বিকেলে পূর্বাচলে অন্তর্জাতিক বাণিজ্যমেলা সেন্টারে সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব কর্মজগতে এখন একাডেমিক সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সমগ্র পৃথিবীতে এখন অ্যাপ্রেন্টিসেশিপ, আর্টিকেলশিপ ও ওয়ার্ক এক্সপেরিয়েন্স বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ, এর মাধ্যমে মানুষের মধ্যে তৈরি হয় প্রায়োগিক দক্ষতা।’