ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুর জেলার মধুখালীতে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের প্রাইমারি স্কুলের শৌচাগার তৈরির কাজে নিয়োজিত সহোদর দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের ঘটনায় সোমবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে কমিটিতে আরও চার জনকে সদস্য করা হয়েছে । তারা হলেন বিজন কান্তি সরকার, শামা ওবায়েদ, রুহুল কুদ্দুস কাজল ও অমলেন্দু দাস অপু।
রিজভী জানান, তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।