ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু ভাড়া বাড়বে, তা তো মেনে নিতেই হবে: রেলমন্ত্রী
যাত্রীবাহী ট্রেনগুলোতে দূরত্বভিত্তিক যে রেয়াত (ছাড়) দেওয়া ছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে রেলওয়ে। তবে নতুন করে ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ১০০ কিলোমিটারের মধ্যে ট্রেনে কোনো ভাড়া বাড়ানো হচ্ছে না। আমরা ১০০ কিলোমিটার দূরত্বের উপরে যে ভর্তুকি দিতাম, তা প্রত্যাহার করেছি। গত ১৫-২০ বছরের মধ্যে ট্রেনে কোনো ভাড়া বাড়েনি। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার অর্থে বলেছেন, এ মুহূর্তে জনগণের ওপর চাপ দেওয়া যাবে না। তাই আমরা ভাড়া বাড়ানোর কোনো চেষ্টাও করছি না। ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু ভাড়া বাড়বে, তা তো মেনে নিতেই হবে। এ সিদ্ধান্ত ৪ মে থেকে কার্যকর করা হবে।