তীব্র তাপপ্রবাহের কারণে পেছাচ্ছে বিএনপির সমাবেশ
তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। যার কারণে বিএনপির পূর্ব ঘোষিত আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশে পেছানো হচ্ছে। নতুন করে আগামী ৩ মে এই সমাবেশ করতে পারে বিএনপি।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। কিন্তু তীব্র গরমের কারণে সমাবেশে পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
ঢাকা মহানগর বিএনপির সূত্র বলছে, ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীতে র্যালি করবে বিএনপি। তারপর সুবিধাজনক সময়ে সমাবেশ করা হবে। সেটা ৩ মে (শুক্রবার) হতে পারে, বা অন্য কোনও তারিখে হতে পারে।
এদিকে ২৬ মে বিএনপির সমাবেশ ঘোষণার পরে আওয়ামী লীগও একইদিন রাজধানীতে শান্তির সমাবেশের ঘোষণা করে। এ নিয়ে রাজনীতিতে কিছু উত্তেজনা ছড়িয়ে পড়ে।