নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

0

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ৫০টি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটের একটি কাপড় দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে নোয়াখালী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্তণে বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। আনুমানিক ৫০টি দোকান আগুনে পুড়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com